Skip links

আপেল মুয়েসলি (Muesli )রেসিপি

মুয়েসলি হল একটি ঠান্ডা সুইস , যার প্রাথমিক উপাদান হল দই ,ওটস । উপকরণ টক দই -- ১ কাপ আপেল কুচি -- ১ চা চামচ ওটস -- ১ চা চামচ চিয়া সিড --১/২ চা চামচ মধু -- ২ চা চামচ এলমন্ট বাদাম -- ১/২ চা চামচ চেরি 🍒 -১ টি প্রস্তুত প্রণালী প্রথমে টক দই পরিমাণ মতো নিয়ে পানি ঝরে নিতে হবে টক দই -আপেল কুচি ওটস -- -মধু -- এলমন্ট বাদাম - সমস্ত প্রকরণ একসাথে মিশেয়ে ১০ মিনিটের মতো ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে। উপরিভাগে। এক চামচ চিয়া সিড পানির সাথে মিশিয়ে নিতে হবে। চেরি 🍒 -১ টি উপরে ডেকোরেশন এর জন্য। Recipe writing by ..

Mehedi Hasan
Narsingdi

Vote for This Plating

Shares
Submitted on: 4 February 2025
Explore
Drag