প্রথমে আমি সবার নিচে যেটা দিয়েছি গুঁড়ো বিস্কিট এর লেয়ার । দ্বিতীয় লেয়ারে দিয়েছি চিজ এবং হুইপ ক্রিমের মিশ্রণ। সবার উপরে দিয়েছি মিল্টেড চকলেট। ডার্ক চকলেট মেল্ট করে কফির কাপ তৈরি করেছি । এবং কাপের মধ্যে হুইপ ক্রিম দিয়ে ক্যাপাচিনো ডিজাইন দিয়েছি। ।