এটা একটা ফিউশন আইটেম, ছোট আকারে প্যানকেক বানিয়ে তার মধ্যে ইয়োগার্ট বা চিজ এর সাথে বিভিন্ন টকমিষ্টি ফলের সাথে পুদিনাপাতা কুচি ও অরেজ্ঞ সস মিক্স করা এক অনন্য সমাহার যা মুখে দিলেই চলে যাবে সবাই অন্য এক রাজ্যে।মিন্ট এর সাথে অরেঞ্জ সস ও ভেতর থাকা দই বা চিজ ও ফলগুলো অসাধারণ এক টকমিষ্টি ডেজার্ট এটা যা খাবারে রুচি যেমন বাড়িয়ে দেয় তেমনি হজমেও সাহায্য করে। পোলাও পাতা দিয়ে বাস্কেটের মুখটা বাধা হয়েছে যা সম্পুর্ন এডিবেল।