
ক্রিম অফ চিকেন স্যুপ
আমি আগে কখনো প্লেট সাজিয়ে পরিবেশন করি নি। ইদানীং নিজে রান্না করি। নিজে খেতে বসে গোছানো সুন্দর করে খেতে পছন্দ, আবার রান্না প্রতি ভীষণ ঝোঁক আমার। আবার প্লেট বাটি এসব পন্য সামগ্রি রুচিসম্মত কিনতে ভালোবাসি। আমি চিন্তা করি, যখন আমার হাতে টাকা থাকবে তখন আমি আমার সখের জিনিস গুলো কিনবো। হয়তো আপনাদের পড়তে অবাক লাগতে পারে। কারো থালাবাটি কেনার সখ আজন্ম থাকতে পারে দেখে। কিন্তু আমার আছে। সুন্দর গোছানো প্লেটে খেতে বসতে আমার অন্যরকম আনন্দ লাগে। ছবি সবসময় তোলা হয় না, যে-দিন আকিজ অফ প্লেটিং এর এড সামনে আসে, অবাক হয়ে যাই আমি, ভাবতে থাকি এটাও সম্ভব, এটাও প্রতিভা হিসেবে দেখছে আকিজ। বিলিভ মি গ্রেটফুল ফিল করেছি। আমাদের দেশের এতবড় একটা কোম্পানি এটাকে মেধা হিসেবে দেখছেন। স্যালুট এই প্রতিযোগিতার আয়জকদের। ভালো থাকুন আপনাদের মতো ভালো মানুষেরা যারা মেধার মূল্য দিচ্ছেন। এবং ধন্যবাদ