প্রায় সময় বিভিন্ন রান্না প্রতিযোগিতাতে অংশগ্রহণ করি, যেখানে নিজের ডিশটা সবথেকে সেরা দেখানোর জন্য প্লেটিং এর ব্যাপারে যথেষ্ট দৃষ্টি দিতে হয়। নিজের প্লেটিং কিভাবে সব থেকে সেরা করব সে চিন্তা থেকে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় প্লেটিং আইডিয়া খুঁজে আইডিয়া নিতাম।। কারণ বিশ্বাস করি "প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী"।