
Peyara Punch
আজ ১৭ ফেব্রুয়ারি। সন্ধ্যার নির্জনতা ভেঙে স্ক্রল করতে করতেই হঠাৎ চোখে পড়ল Akij Tableware Art of Plating কম্পিটিশনের পোস্ট! দেখামাত্রই বুকের ভেতর একরকম ঝড় বইতে লাগল—এমন সুযোগ কি মিস করা যায়? কিন্তু চ্যালেঞ্জটা কঠিন, কারণ ডেডলাইন ঠিক আগামীকাল! আর বাসায় তেমন কিছুই নেই… তার ওপর ক্ষুধাও লেগেছিল। তখনই মাথায় এলো—কেন না নাস্তাকেই প্রতিযোগিতার প্লেটে রূপ দিই? ছাদবাগানে দৌড়ে গিয়ে হাতের কাছে যা পেলাম, তা দিয়েই বানিয়ে ফেললাম আমার প্রিয় পেয়ারা মাখা—সিম্পল, কিন্তু একদম আমার স্বাদ ও স্টাইলের প্রতিফলন! সময় থাকলে হয়তো নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতাম, তবে এই মুহূর্তে আমার অস্ত্র একটাই—স্বাদ, সৃজনশীলতা আর এক চিমটি ভালোবাসা! একসময় স্বপ্ন ছিল Master Chef হওয়ার, কিন্তু বাস্তবতা আমায় টেনে নিল অন্য পথে। পরিবারের চাপে বনে গেলাম Interior Architect! কিন্তু যা-ই করি না কেন, Art & Creativity আমার ধমনিতে প্রবাহিত হয়েছে, হচ্ছে, এবং হবে চিরকাল! 🎨✨