Skip links

Spring Veg with Chicken stick

এখন বসন্ত কাল । শিতের পরপরই বসন্তের আগমন । তাই শীতের প্রায় সবগুলো সবজি এসময়ে পাওয়া যায় । নানান রঙের সবজী আর নানান রূপে ফুলে ফুলে রঙিন বর্নীল বসন্ত কালের প্রাকৃতিক সৌন্দর্য এই প্লেটারে তুলে ধরা হয়েছে। তাই এর নাম স্প্রিং ভেজ প্লেটার ।  সাথে সালাদ এবং চিকেন স্টিক দিয়ে সাজানো হয়েছে ।  এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি প্লেটার । স্প্রিং ভেজ এর উপাদানঃ গাজর, বীট, ব্রুকলি, পাতাকপি, ক্যাপসিকাম, পেয়াজ, শুকনো মরিচ আস্ত, সরিষার তেল, আদা, রসুন সিসেমি সীড ও লবন সবাদ মত । সালাদ ও প্লেটার সাজানোর জন্যঃ চিকেন স্টিক, কাঁচা বীট, গাজর, শসা,টমেটো, রোস্টেড সিসিমি, হাল্কা সেদ্ধ ব্রুকলি এবং পাতাকপি, মোবাইল: 01818868627

Chattogram

Vote for This Plating

Shares
Submitted on: 18 February 2025
Explore
Drag