এই রেসিপি টা আমি ৫ রকম ভাবে প্লেটিং করেছি। এই রেসিপির প্রথম উপকরণ বিটরুট। মুলত বিটরুট দিয়ে এই রেসিপি তৈরি করেছি। বিটরুট দিয়ে মোমো সেফে তৈরি করেছি। আর বিটরুট দিয়ে সস্ তৈরি করেছি। প্লেটিং এর সুন্দরের জন্য কিন্তু সবুজ পাতা ব্যবহার করেছি। আশা করি বিচারকদের কাছে আমার প্লেটিং গুলো ভালো লাগবে। এই রেসিপিটির নাম Valentine Recipe❤.