চিকেন বিরিয়ানি অত্যন্ত মজাদার খাবার। বিরিয়ানি তো সকলেরই খুব পছন্দের। বিরিয়ানির ঘ্রাণ এবং সৌন্দর্য আমাদের মন আকৃষ্ট করে। চিকেন বিরিয়ানি অত্যন্ত মজার অনেকেই বিফ মাটন খেতে পারে না বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তাদের জন্য চিকেন বিরিয়ানি বেস্ট অপশন। আমি আমার প্লেটিং ডেকোরেশনের জন্য চিকেন বিরিয়ানি সিলেক্ট করলাম।