ডেজার্ট হিসেবে পুডিং এর চাহিদা সবসময় সর্বোচ্চ। সাথে যদি হয় কেক পুডিং কেক তাহলে তো আরো আকর্ষণীয় এবং লোভনীয় ডেজার্ট। বাঙ্গালীদের খাওয়ার পরে ডেজার্ট খাওয়া প্রাচীন কাল থেকে চলে আসছে তাই ডেজার্টের কোন বিকল্প নেই। পুডিং কেক যেমন আনকমন তেমন মজাদার দেখতেও খুবই আকর্ষণীয়। তাই প্লেটিং ডেকোরেশন এর জন্য পুডিং কেক নির্বাচন করলাম। আশা করি সকলের পছন্দ হবে।