এটা বিভিন্ন শাকসবজি দিয়ে তৈরী। ডিসার্ট তৈরী করতে কুমড়োর রস ব্যবহার করা হয়েসে, আর এটাকে আরো রাজকীয় করে তুলতে এর আসেপাশে বিভিন্ন ধরণের সবজি দিয়ে স্যালাড বানিয়ে সাজানো হয়েছে। এখানে কোনো কৃত্তিম রং ব্যাবহার করা হয়নি, বিভিন্ন ধরণের শাকসবজির রস দিয়ে এটার সুন্দর্য বাড়িয়ে তোলা হইসে। আমি প্রথমে ফেইসবুকে আকিজ প্লেটিং এর বিজ্ঞাপন দেখি দেখে আমার খুব ভালো লাগে তারপর আমি প্লেট শাজিয়ে aop.com. bd এখানে আপলোড করি। ধন্যবাদ আকিজ গ্ৰুপ কে।