আমি বিরিয়ানির রেসিপির মত ইলিশ মাছ দিয়ে রান্না করার চেষ্টা করেছে। আমি কোন প্রোফেশনাল নই আমি আমার মত চেষ্টা করেছি। ইলিশের বিরিয়ানিতে মাংসের মত মশলা না দিয়ে একটু কম দিয়েছি এটা সম্পূর্ণ আমার রেসিপি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা রান্নাই বিভিন্নরকম পরিবেশন করার চেষ্টা করেছি।