বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নান্দনিক পরিবেশনা! সুগন্ধি ভাতের সঙ্গে রয়েছে মচমচে ভাজা মাছ, ডাল বড়ি ভাজা, করলা ভাজা, বেগুন ভর্তা, কাঁচা কলা ভাজা এবং সুস্বাদু সবজি ভাজি। পাশাপাশি রয়েছে মাছের ঝোল, যা বাঙালি খাবারের অন্যতম প্রধান আকর্ষণ। খাবার শেষে মিষ্টির স্বাদে এক প্রশান্তির ছোঁয়া। খাবারের পেছনে রাখা বাংলা বইটি আমাদের শেকড় ও সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। খাবার শুধু স্বাদেই নয়, পরিবেশনাতেও এনে দিয়েছে এক শিল্পের ছোয়া