* আমি আজকে অস্ট্রেলিয়ার মজাদার একটা ডেজার্ট তৈরি করেছি। আর এই ডেজার্ট টি পরিবেশন করার জন্য পছন্দ অনুযায়ী একটা সিরামিক প্যালেট নিয়েছি। আমি দুই রকম ভাবে প্লেটিং করেছি। প্রথম প্লেটটি আমি প্রথমে চকলেট গানাস আর ডালিম ফল দিয়ে পরিবেশন করেছি। দ্বিতীয় প্লেটটি আমি চকলেট গানাস আর ডালিম ফল এবং চকলেট দিয়ে পরিবেশন করেছি। আশা করি বিচারকদের কাছে আমার প্লেটিং টি ভালো লাগবে। এই রেসিপিটির নাম ল্যামিংটন কেক।