আমি একজন গৃহিনী, সময়ের ফাকে ফাকে আমি আমার নিপুন হাত পরিবার এর জন্য নতুন নতুন অনেক খাবার তৈরি করে থাকি, আর শখের বসে সেই সমস্ত খাবারের প্লেটার বানিয়ে মুঠোফোনে ছবি তুলে থাকি। হয়তো ভালো ডিভাইস থাকলে ছবি আরো সুন্দর আসতো, তবে আমি আমার নিজের সব টুকু দিয়ে খাবার তৈরি করি এবং সেটাকে রুপ দেই সুন্দর ভাবে। তাই আশা করি আমাকে এই রান্নাঘরের গন্ডি থেকে বেরিয়ে আরেকটু সুন্দর কাজ করার জন্য সুযোগ দিবেন, ধন্যবাদ।