নারী মানেই টকপ্রেমী। আচার ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর সাথে যদি হয় ঝাল যা চোখ দিয়ে, নাক দিয়ে পানি বের করে ছাড়বে! তবে তার লোলুপতার কথা বলে শেষ হবে না।😋🤤 আচার সবসময় কাঁচের প্লেট/বাটিতে সার্ভ করা উচিৎ। এতে ফলের টকে যে কষ ওঠে সেটা বিষক্রিয়া হওয়ার চান্স থাকে না।