আমি আমার হাতে অনেক মজার রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পছন্দ করি।আর সব খাবার সব সময় যদি পরিপাটি এবং আকর্ষণীয় করে সবার সামনে দেই সবাই অনেক অনেক বেশি প্রশংসা করে।আমি মনে করি খাবার রান্না সময় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে করা এবং আকর্ষণীয় ভাবে প্রেজেন্ট করা একটা আর্ট।