মাঘ মাস মানেই পিঠের মাস।এ প্লেটটির নাম দিয়েছি মাঘের ভাপা।ভাপা পিঠা এবং এর উপকরণ দিয়ে সাজানো হয়েছে প্লেটটি।পিঠার একপাশে কোড়ানো নারিকেল,ঝোলা গুড় এবং সিদ্ধ চালের গুড়ো দিয়ে প্লেটটিকে সাজানোর চেষ্টা করেছি।ভাপা পিঠা বাংলাদেশের শীতকালের ঐতিহ্যবাহী পিঠা-পুলির একটি।