দই বড়া বাংলাদেশে এক বহুল প্রচলিত ডেজার্ট আইটেম। বিশেষ করে হেভি খাবার-দাবারের পর হজমে সহায়তা করতে টক-ঝাল এই ডিশ টি পরিপূর্ণতা আনয়ন করে। রোজার সময় হোটেলগুলোতে বিপুল সংখ্যক পাওয়া গেলেও বাসায় খুব সহজে স্বাস্থ্যসম্মত ভাবে বানানো সম্ভব। এর প্রধান উপকরণ হলো টক দই এবং মাসকলাই ডাল। সাথে চিনি,সস,চাটনি যোগ করে একে আরো মুখরোচক করে তোলা যায়।